Infosys Scholarship: সমস্ত পড়ুয়াদের জন্য আবারও রয়েছে নতুন স্কলারশিপের আপডেট। ইনফোসিস ফাউন্ডেশন এর পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে নতুন ভর্তি হয়েছে গ্রাজুয়েশন ডিগ্রি করার জন্য তাদেরকে একটি স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখে নেব এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়ারা কত টাকা করে পাবে, কিভাবে আবেদন করবে, ইত্যাদি বিষয়।
সুচিপত্র
Infosys Scholarship 2024-25
ভারতের অন্যতম বড় আইটি কোম্পানি গুলির মধ্যে ইনফোসিস কোম্পানি হল একটি। এই কোম্পানির স্কলারশিপ দেওয়ার প্রধান উদ্দেশ্য হল সমাজে সর্বস্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। এই কোম্পানির কর্ণধার নারায়ন মূর্তি এবং শ্রীমতি শুধু মূর্তি এই সংস্থাটি ইনফোসিস ফাউন্ডেশন এর কার্য দেখাশোনা করে। এই কোম্পানি প্রতিবছর এই ফাউন্ডেশনের মাধ্যমে স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বছরে সর্বোচ্চ ১ লাখ টাকা করে স্কলারশিপ পায়।
কারা পাবে Infosys Scholarship
এ স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই চার বছরের স্নাতক কোর্স অর্থাৎ গণিত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা সায়েন্স বা মেডিকেল ডিগ্রিতে পড়াশোনা করতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। তবে এ স্কলারশিপ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই পাবে। পড়ুয়াদের কোর্স চলাকালীন প্রতিটি বিষয়ে প্রতি বছরে অবশ্যই পাশ নম্বর থাকতে হবে এবং সিজিপিএ ৭ এর ওপরে রাখতে হবে। এছাড়া আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয় আট লক্ষ টাকার নীচে হতে হবে। যদি আবেদনকারীরা ইতিমধ্যে অন্য কোন স্কলারশিপ এর জন্য আবেদন করে রাখে তাহলে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
আবেদনের তারিখ
আবেদনের শেষ তারিখ রয়েছে ১৪/৯/২০৪ তারিখ।
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনকারীকে সবার প্রথমে Buddy4study এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে তারপর “ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না, তবে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
আরও পড়ুন: বিশ্ববীণা স্কলারশিপ আবেদন শুরু, ছাত্রছাত্রীরা পাবে ১২,০০০ টাকা
প্রয়োজনীয় ডকুমেন্ট
স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে, তাদের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, JEE/CET/NEET এর স্কোরকার্ড, নিজের পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, চলতি শিক্ষাবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ, পারিবারিক আয়ের শংসাপত্র, নিজের ব্যাংকের পাস বুকের প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে।
কৌশিকের সংবাদ জগতে চার বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি শিক্ষা বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। কৌশিক সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।