NID DAT Result 2024: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (NID) এর পক্ষ থেকে ডিজাইন অ্যাপটিটিউড টেস্ট (DAT) এর প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিশেষ করে ব্যাচেলার অফ ডিজাইন প্রোগ্রাম গুলিতে যারা আবেদন করেছিল সে সমস্ত প্রার্থীদের জন্য। যে সমস্ত প্রার্থীরা অনেকদিন থেকে বসে ছিল DAT এর রেজাল্টের আশায় তাদের জন্য সুখবর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে DAT প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারেন।
NID DAT Preliminary Result 2024
সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন অফিসিয়াল ভাবে ডিজাইন অ্যাটিটিউড টেস্ট এর ফলাফল প্রকাশিত করেছে। যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে admission.nid.edu গিয়ে নিজেদের কেমন রেজাল্ট হয়েছে তা চেক করে নিতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট যদি খুঁজে না পান আমাদের এই প্রতিবেদনের শেষে রেজাল্টের লিংক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের পক্ষ থেকে ফলাফল দেখার যে লিংক প্রোভাইড করেছে। সেই লিংকে ক্লিক করে ইমেইল এড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে নিজেরাই নিজেদের রেজাল্ট নিজেদের ফোনে চেক করে নিতে পারবেন।
আরও পড়ুন: শিক্ষা দপ্তর রাজ্যের স্কুল গুলির জন্য গরমের ছুটি ঘোষণা করল
কিভাবে প্রিলিমি রেজাল্ট চেক করবেন
- যে সমস্ত ছাত্রছাতিরা উক্ত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে admission.nid.edu যেতে হবে।
- সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে B.Des. DAT Prelims Result 2024-25 এ ক্লিক করতে হবে।
- রেজাল্ট লিংকে ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে।
- তারপর সেখানে নিজের ইমেইল এড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে হবে।
NID DAT Result 2024 | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click here |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।